‘হরিপুরে বাস করতে হলে নৌকাতেই ভোট দিতে হবে’

মিলন মণ্ডল। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১ | ০৯:২৩ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ | ০৯:৫১
'হরিপুর ইউনিয়নবাসীকে বলতে চাই, আপনারা যারা নৌকার বিরোধিতা করে হরিপুরে বসবাস করছেন, এটা আপনাদের ভাগ্যের বিষয়। কারণ আওয়ামী লীগ অত্যাচারে বিশ্বাসী নয়। আওয়ামী লীগের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না। অতএত নৌকা বাদে কোথাও ভোট দেওয়া যাবে না, হরিপুরে বাস করতে হলে নৌকাতেই ভোট দিতে হবে।'
সদর উপজেলার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শম্পা মাহমুদের পক্ষে বক্তব্যে দিতে গিয়ে মঙ্গলবার রাতে এভাবেই কথা বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মণ্ডল। তার এই ৪ মিনিটের বক্তব্য ফেসবুক লাইভ প্রচার করা হয়।
এমন বক্তব্যে ভোটারদের মধ্যে ভয় সঞ্চার হয়েছে। এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন অনেকেই। প্রার্থীরা বলছেন, মিলন মন্ডল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন। নৌকায় ভোট না দিলে তিনি ভোটরদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন, যা ঠিক নয়। বিষয়টি সবখানেই আলোচিত হচ্ছে।
জানা যায়, 'হরিপুরে নৌকার মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান শম্পা মাহমুদ। বিরোধিতা করে তার দেবর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তাক হোসেন মাসুদ, সদস্য আব্দুর রশিদ ছাড়াও দুই সাংবাদিক হাসান আলী ও হাসিবুর রহমান রিজু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শম্পাকে মনোনয়ন দেওয়ায় দলের বড় একটি অংশ ক্ষুব্ধ হয়ে তার পক্ষে মাঠে নামেননি। এছাড়া এলাকার সাধারণ মানুষ তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ।
মঙ্গলবার রাতে শম্পার পক্ষে ওয়ার্ড সমাবেশে মিলন মন্ডল বলেন, ‘হরিপুরবাসীকে বলতে চাই ৫ তারিখে ভোট শেষ হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার শেষ হবে না। আমরা প্রত্যেককে চিহ্নিত করবো, কে কে নৌকার বিপক্ষে ভোট করেছেন।’
বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করে মিলন মন্ডল বলেন, ‘আমি আওয়ামী লীগ নেতা। নৌকার পক্ষে বক্তব্য দিচ্ছি, দেব।'
হরিপুর ইউনিয়নের একাধিক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, 'তার ওই বক্তব্যে নির্বাচনী আইন ভঙ্গ হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।'
চেয়ারম্যান প্রার্থী হাসান আলী বলেন, 'কোনো হুমকিতে কাজ হবে না। ভোটাররা ভয় পাবে না। মাঠে আতঙ্ক ছড়াতে অনেকেই হুমকিমূলক বক্তব্য রাখছে।'
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। এ ধরনের বক্তব্যে রাখলে নেতাদের সতর্ক করা হবে।’
উল্লেখ্য, ৫ জানুয়ারি হরিপুরসহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- হরিপুর
- আওয়ামী লীগ
- কুষ্টিয়া