ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ২

ছবি: মেহেদী হাসান সজীব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৬:৪৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০৮:৪১

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় নগরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগে ১ নম্বর রেলগেটে আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বর্তমানে আহত ৮ জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

এদিকে আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমীন।

আরও পড়ুন

×