ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সংবাদ সম্মেলনে অভিযোগ

পরোয়ানা থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে না মাধবদীর মেয়রকে

পরোয়ানা থাকলেও গ্রেপ্তার করা  হচ্ছে না মাধবদীর মেয়রকে

পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১ | ১২:০৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ | ১২:০৮

নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকারিয়াকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিককে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সোমবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। একই দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়েছে।

সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাকারিয়ার বড় ভাই আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১৬ জুন মাধবদীর রমনী কমিউনিটি সেন্টারে থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হন। সভা শেষে ফেরার পথে নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকারিয়ার ওপর মেয়রের লোকজন হামলা চালায়। মেয়রের নেতৃত্বে জাকারিয়াকে গুলি করে ও কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হামলার ঘটনায় জাকারিয়ার বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ১৮ জুন মাধবদী থানায় মামলা করেন। এতে পৌর মেয়র মোশাররফ হোসেন মানিককে প্রধান অভিযুক্ত করা হয়। এ ছাড়া এজাহারে নাম উল্লেখ করা হয় আরও ১০ জনের। গত ১৫ ডিসেম্বর মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আনোয়ার হোসেনের অভিযোগ, অজ্ঞাত কারণে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোশাররফকে গ্রেপ্তার করছে না। বাদীপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন তিনি। এ অবস্থায় বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়র মোশাররফকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

আরও পড়ুন

×