ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

না‌সিক নির্বাচন

আনুষ্ঠা‌নিক প্রচার শুরু, তৈমূরের প্রতীক হা‌তি

আনুষ্ঠা‌নিক প্রচার শুরু, তৈমূরের প্রতীক হা‌তি

নৌকা প্রতীক পেয়ে আনুষ্ঠা‌নিক প্রচারে নামেন আওয়ামী লী‌গের প্রার্থী ডা. সে‌লিনা হায়াৎ আইভী-মেহেদী হাসান সজীব

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ০১:১৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ০২:১০

প্রতীক বরাদ্দ পে‌য়ে আসন্ন নারায়ণগঞ্জ সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে আনুষ্ঠা‌নিক প্রচার শুরু ক‌রে‌ছেন প্রার্থীরা। মঙ্গলবার সকালে রিটা‌নিং অফিসা‌রের কাছ থে‌কে প্রতীক বরাদ্দ পে‌য়ে প্রার্থীরা প্রচার শুরু ক‌রেন। 

এ সময় প্রার্থী‌দের কর্মী-সমর্থক‌দের স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে উঠে রিটা‌নিং অফিসা‌রের কার্যালয় প্রাঙ্গণ।

হা‌তি প্রতীক পেয়ে আনুষ্ঠা‌নিক প্রচারে নামেন অ‌্যাড‌ভো‌কেট তৈমূর আলম খন্দকা‌র-মেহেদী হাসান সজীব

এদিকে প্রতীক বরা‌দ্দের দিন নগরবাসীর চোখ ছিল প্রধান দুই মেয়র প্রার্থী আওয়ামী লী‌গের ডা. সে‌লিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ‌্যাড‌ভো‌কেট তৈমূর আলম খন্দকা‌রের প্রতি।

এ দিন উভয় প্রার্থীই তা‌দের কর্মী সমর্থকসহ প্রতীক নি‌তে আসেন। দুপুর পৌ‌নে ১২টায় হা‌তি প্রতীক পে‌য়ে সমর্থক‌দের স‌ঙ্গে মি‌ছিল নিয়ে নগ‌রের উদ্দেশে রওনা হন। 

ডা. আইভী নৌকা প্রতীক পে‌য়ে নেতাকর্মীদের স‌ঙ্গে নিয়ে প্রচারে নামেন। 

এ সময় অন‌্যান‌্য মেয়র, সংর‌ক্ষিত ও সাধারণ ওয়া‌র্ডের প্রার্থীরাও প্রতীক নি‌য়ে উৎসবমুখর প‌রি‌বে‌শে মিছিল ক‌রে এলাকা ত‌‌্যাগ ক‌রেন।

আরও পড়ুন

×