বাসা থেকে ডেকে ধানক্ষেতে নিয়ে যুবককে খুন

প্রতীকী ছবি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১ | ০১:৩১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ০১:৩১
পটুয়াখালীর কলাপাড়ায় বাসা থেকে ডেকে ধানক্ষেতে নিয়ে মো. বশির হাওলাদার (৩০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বশির পেশায় রাজমিস্ত্রী ও বেতমোর গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। রাত নয়টা দিকে কলাপাড়া হাসপাতাল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শিরিনা ও শ্বশুর হারুন প্যাদা জানান, সন্ধ্যা সাতটার দিকে বশিরের বাড়ির পেছনে ধানক্ষেতের মধ্যে পড়ে থাকা তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এর কিছুক্ষণ আগে কয়েকজন যুবক কথা বলার জন্য তাকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। স্থানীয়রা রাত আটার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিরিনা আহজারি করে বলেন, বশির ধানক্ষেতের পাশে নতুন বাড়ি করার পর থেকেই তাকে জমি থেকে উৎখাত করেতে চাচা কাদের হাওলাদার ও বশিরের ভাই সুমন হাওলাদারে হুমকি ধামকি দিচ্ছিলেন।
কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মা সুলতানা জানান, নিহতের শরীরে ঘাড়ের ডান পাশে, পাজরের বাম পাশে, বাম হাত ও কব্জিতে ধারালো ছুড়ির আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, এ ঘটনায় এখনও কোনো মমলা দায়ের হয়নি। তবে কেন এ হত্যাকাণ্ড ঘটলো, কারা এর সঙ্গে জড়িত, তাদের আমরা খুৃঁজে বের করার চেষ্টা করছি।
ওসি বলেন, যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে। বুধবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
- বিষয় :
- পটুয়াখালী
- কলাপাড়া
- ছুরিকাঘাতে হত্যা
- যুবককে খুন