ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ

বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ০৪:৫৫ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ০৪:৫৫

সিরাজগঞ্জে বিএনপির সাথে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় চারটি পৃথক মামলা দায়ের হয়েছে। জেলা বিএনপির বেশ কজন শীর্ষ নেতাসহ ৭৫০ জনকে এসব মামলায় আসামি করা হয়।

চার মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি এবং রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগকর্মী উজ্জ্বল হোসেন বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। এখনও এসব মামলায় কেউই গ্রেপ্তার হয়নি।

মামলায় আসামিদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ একাধিক শীর্ষ নেতাও রয়েছেন।

সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে একটি, উপ-পরিদর্শক (এসআই) আলীম হোসাইন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে একটি এবং উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০/৩০০ জনকে আসামি করে একটি মামলাদায়ের করেন। আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, শহরে বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ৯৭টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এর মধ্যে ৫টি সংঘর্ষের সময় ভাংচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জ্ঞাত-অজ্ঞাত প্রায় ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, হেলমেট পরিহিত থাকলেও সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও প্রকাশিত সংবাদপত্রের ছবি দেখে অস্ত্রধারীদেরও খুঁজছে পুলিশ। অস্ত্রধারীরা যে দলেরই হোক না কেনা, তাদের আগামীতে ঠিকই খুঁজে বের করবে পুলিশ।

প্রসঙ্গত: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির লোকজন বৃহস্পতিবার শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশ ডাকে। ওই সমাবেশে যেতে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হয়। এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের টুকুব্রীজ-১ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীর সংঘর্ষ হয়। সংঘর্ষে টুকুব্রীজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন

×