ফরিদপুরে যৌনপল্লীতে শীতবস্ত্র বিতরণ

রথখোলার যৌনপল্লীর নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি: ফরিদপুর অফিস।
ফরিদপুর অফিস
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ১১:১৭ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ১১:১৭
ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’ ইতিমধ্যে বেশকিছু পরিবারকে শীতবস্ত্র দিয়েছে। এরই ধারাবাহিকতায় সমাজের সবচেয়ে নিগৃহীত এলাকা ফরিদপুর শহরের রথখোলার যৌনপল্লীর নারীদের মাঝে সংগঠনটি শীতবস্ত্র লেপ বিতরণ করেছে।
শনিবার ইংরেজি নতুন বছরের প্রথমদিন যৌনকর্মীদের মাঝে শীতের উপহার বিতরণ করেছে তারা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় নারী কল্যাণ সংস্থার সভানেত্রী আলেয়া বেগম, বাউল শিল্পী আজমল বিশ্বাস, স্থানীয় ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার, জয় নারী কল্যাণ সংস্থার অঞ্জলি রানী দাস, রেডক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের তাহসিন জেবা, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, নন্দিতা সুরক্ষার এলইজিডি প্রকল্পের জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।
- বিষয় :
- শীতবস্ত্র
- ফরিদপুর
- নন্দিতা সুরক্ষা
- যৌনপল্লী