'বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদের কারণে সন্তান অপরাধী হয়ে ওঠে'

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজিয়া সুলতানা- সমকাল
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:২৭ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ | ০৮:৩৬
'বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদের কারণে সন্তান অপরাধী হয়ে ওঠে। এ জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচারণ বজায় রেখে সংসার পরিচালনা করতে হবে। তা না হলে নতুন প্রজন্মকে সভ্যতার পথে ফিরিয়ে আনা সম্ভব নয়।'
বুধবার বিকেলে মাদারীপুরের শিবচরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাজিয়া সুলতানা এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা ছিল অপরিসীম। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরঙ্গনা নারীদের স্বীকৃতি দিয়ে পুর্নবাসনের ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীদের চাকরি দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এ দেশে নারীদের পরিশ্রমের টাকা দিয়ে অনেক পুরুষ সংসারকে স্বাবলম্বী করে তুলেছে।
রাজিয়া সুলতানা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন হতে হবে। তা না হলে দিনের পর দিন অপ্রাপ্তবয়স্ক মেয়েরা মারাত্মকভাবে জীবনের ঝুঁকিতে পড়বে।
নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও এ সময় তুলে ধরেন তিনি।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার প্রমুখ। এতে কাজী, ইমাম, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।