ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাছে ধাক্কা, ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাছে ধাক্কা, ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব‌রিশাল ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২ | ০৩:১৫ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২ | ০৩:১৯

বরিশালের মুলাদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় তিনজন নিহত হয়েছেন। রোববার বেলা ১২টায় উপজেলার কাজীরহাট এলাকায় মীরগঞ্জ - মুলাদী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুলাদী উপজেলার বড়ইয়া গ্রামের  ইদ্রিস হাওলাদার (৬০)  হারুন নলী (৪৫)  এবং ওমান প্রবাসী রাজীব নলী (২৩)।

বড়ইয়া এলাকার চৌকিদার আ. খালেক জানান, এক সপ্তাহ আগে রাজীব নলী ওমান থেকে দেশে এসেছেন। সকালে প্রতিবেশী ইদ্রিস ও হারুনকে নিয়ে রাজীব বিয়ে করার জন্য কনে দেখতে  মোটরসাইকেল যোগে মুলাদী পৌর শহরে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তারা তিনজনই মারা যান।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মুলাদী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান ব‌লেন, মুলাদী থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে বড়ইয়া যা‌চ্ছি‌লো ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শে এক‌টি গা‌ছের ওপর  আছড়ে পড়ে। এতে ঘটনাস্থ‌লেই তিনজ‌নের মৃত‌্যু হয়।

 ওসি আরও বলেন, তিনজ‌নের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×