নৌকার প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা, পিকআপের ধাক্কায় নিহত ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২ | ০৯:৪০ | আপডেট: ০২ জানুয়ারি ২০২২ | ০৯:৪০
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রোববার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর-বিহিগ্রাম সড়কের ঝাকইর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিতীশ চন্দ্র মাঝি (৪২)। তিনি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুকুর গ্রামের যতিষ্টি মাঝির ছেলে। চাঁপাপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সামছুল হকের সমর্থনে বের করা শোভাযাত্রায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ট্রাকটি আটক করে ভাঙচুর করলেও চালক পালিয়ে যান।
স্থানীয়রা জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সামছুল হকের সমর্থনে রোববার প্রায় দু‘শতাধিক মোটরসাইকেলযোগে একটি র্যালি বের করে। বেলা দেড়টায় র্যালিটি চাঁপাপুর বাজার থেকে বিহিগ্রাম হাটখোলা অভিমুখে যাবার সময় ঝাকইর তিনমাথা মোড় নামক স্থান বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ম-১৪-০৫২৫ নম্বর মাহিন ফুড প্রোডাক্টের একটি পিকআপ গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী নিতীশ চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপ আটক করেছে।