স্বাস্থ্যবিধি মেনে চলা ছাত্রলীগের এখনকার কাজ: দীপু মনি

চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২ | ০৪:০০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ | ০৪:০০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, এই করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এমন এক সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি যখন সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাব রয়েছে। ওমিক্রনের কারণে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। এখন থেকে নিয়মিত সবাইকে মাস্ক পরতে হবে। প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি ছাত্রলীগের এখনকার কাজ।
মঙ্গলবার চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, দুই বছর পরই নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আওয়ামী পরিবার এবং এ দেশের শান্তিকামী প্রতিটি মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দাঁড়াবে।
দীপু মনি বলেন, প্রধামন্ত্রী দেশের যে উন্নয়ন করছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমাদের প্রধানমন্ত্রীর যে চেষ্টা এবং তার মানবিকতার কথা প্রতিটি বাড়ি বাড়ে পৌঁছে দিতে হবে। এটিও ছাত্রলীগের কাজ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরমেয়র মো. জিলতুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আনন্দ শোভাযাত্রা বের হওয়ার কথা থাকলেও শিক্ষামন্ত্রী আহ্বানে তা বাতিল করা হয়। এরপর মন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।