ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয় পূর্ণতা পায়: সেলিনা হোসেন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয় পূর্ণতা পায়: সেলিনা হোসেন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন খুবই জরুরি।

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:২৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ | ০৯:২৪

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালির বিজয় পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য হয়ে আছে। কোনো কিছুই এ সত্যকে মুছে ফেলতে পারবে না। সাময়িকভাবে ইতিহাসের এ সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু ইতিহাসে সত্য তার নিজ গুণেই প্রতিষ্ঠিত হয়েছে। এটাই ইতিহাসের বড় শিক্ষা। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের বিজয় পূর্ণতা পায়।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানার মধ্য দিয়ে নতুন প্রজন্ম আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবে বঙ্গবন্ধুর জীবন, আদর্শ, রাজনীতি ও রাজনৈতিক দর্শন। বাংলাদেশকে একটি সত্যিকার, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন খুবই জরুরি।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখা। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের সফল বাস্তবায়নে সকল বাধা-বিঘ্ন অতিক্রম করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। 

রাবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

আরও পড়ুন

×