৬০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ০৩:২৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ | ০৪:১৪
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।
বুধবার সকালে বিষয়টি নিশ্চত করেছেন কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
গ্রেপ্তার ওই রোহিঙ্গার নাম মোহাম্মদ হোসাইন (৩২)। তিনি কক্সবাজারের উখিয়া ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা আব্দুল মুনাফের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে একটি ইয়াবার চালান পাচার হতে পারে বলে জানা যায়। । ওই এলাকা দিয়ে এক ব্যক্তির প্লাস্টিকের বস্তায় করে ইয়াবাগুলো ক্যাম্পের ভিতরে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার আগাম তথ্য ছিল। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে উখিয়া ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১২ ও ১৮ খাল পাড় এলাকায় অবস্থান নেয় পুলিশ সদস্যরা। পরে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা একটি প্লাস্টিকের বস্তাসহ মোহাম্মদ হোসাই নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ হোসাইনের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।