ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুরমায় ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়, বিক্রি হবে কেজি দরে

সুরমায় ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়, বিক্রি হবে কেজি দরে

বুধবার সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি। ছবি- ইউসুফ আলী

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ০৭:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ | ০৯:০৭

সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার নগরীর লালবাজারে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে। 

মঙ্গলবার রাতে মাছটি ধরার পর সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজির মাহতাবপুর মাছের আড়তে নিয়ে যান জেলে। সেখান থেকে বুধবার মাছটি ৮৫ হাজার টাকায় কিনে আনেন মাছ ব্যবসায়ী বেলাল ও ইব্রাহিম। তারা সকালে নগরীর বন্দরবাজারের লালবাজারে তোলেন মাছটি। এ সময় বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করেন।

ব্যবসায়ী ইব্রাহিম সমকালকে জানান, বুধবার মাছটি বিক্রি করতে না পারায় বৃহস্পতিবার কেটে বিক্রি করবেন। প্রতিকেজি দেড় থেকে ২ হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি। ইতিমধ্যে কয়েকজন কেজি দরে মাছ কেনার জন্য নামও লিখিয়েছেন।


আরও পড়ুন

×