সুরমায় ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়, বিক্রি হবে কেজি দরে

বুধবার সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি। ছবি- ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২ | ০৭:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ | ০৯:০৭
সিলেটের সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার নগরীর লালবাজারে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হবে।
মঙ্গলবার রাতে মাছটি ধরার পর সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজির মাহতাবপুর মাছের আড়তে নিয়ে যান জেলে। সেখান থেকে বুধবার মাছটি ৮৫ হাজার টাকায় কিনে আনেন মাছ ব্যবসায়ী বেলাল ও ইব্রাহিম। তারা সকালে নগরীর বন্দরবাজারের লালবাজারে তোলেন মাছটি। এ সময় বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করেন।
ব্যবসায়ী ইব্রাহিম সমকালকে জানান, বুধবার মাছটি বিক্রি করতে না পারায় বৃহস্পতিবার কেটে বিক্রি করবেন। প্রতিকেজি দেড় থেকে ২ হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি। ইতিমধ্যে কয়েকজন কেজি দরে মাছ কেনার জন্য নামও লিখিয়েছেন।