ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লাইনচ্যুত ব‌গি উদ্ধার

কিশোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল শুরু

মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি- সমকাল

কি‌শোরগঞ্জ অফিস

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ০১:০২

দীর্ঘ ৫ ঘন্টা কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২ টায় ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

‌কি‌শোরগঞ্জ রেলও‌য়ে স্টেশ‌নের সহকা‌রী স্টেশন মাষ্টার আতাউল ক‌রিম কবীর সমকালকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জামালপুরগামী বিসি স্পেশাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ১২ টায় ট্রেন লাইন চালু হয়।

সিলেটের মাইজগাঁও ফেন্সুগঞ্জ থেকে মালবোঝাই করে তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি জামালপুরের তারাকান্দি যাচ্ছিল। এ সময় নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে উদ্ধারকাজ সম্পন্নের পরে দুপুর ১২ টায় এই রুটে ট্রেন চলাচল শুরু করে।

আরও পড়ুন

×