ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরল গুইসাপের প্রাণ বাঁচালেন যুবকরা

বিরল গুইসাপের প্রাণ বাঁচালেন যুবকরা

আমতলীতে মুরগির খোঁয়াড়ে পাতা জালের ফাঁদে ধরা পড়া গুইসাপ সমকাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৪০

আমতলীতে একদল যুবকের ভালোবাসায় প্রাণে বেঁচে গেল বিরল প্রজাতির একটি গুইসাপ। পৌর শহরের সবুজবাগ এলাকায় ওয়াহিদ নামে এক ব্যক্তির মুরগির খোঁয়াড়ে পাতা ফাঁদে গতকাল শুক্রবার ধরা পড়ে এটি। পরে সেটিকে উদ্ধার করে পরে বাগানে অবমুক্ত করা হয়েছে।


জানা গেছে, ওয়াহিদের মুরগির খোঁয়াড় থেকে প্রতিদিন মুরগির বাচ্চা খোয়া যাচ্ছিল। এ ঘটনায় ওয়াহিদ উদ্বিগ্ন হয়ে খোঁয়াড়ে চারদিকে জাল পেতে ফাঁদ তৈরি করেন। সকালে গিয়ে দেখেন জালের ফাঁদে একটি বিশাল আকৃতির গুইসাপ আটকে রয়েছে। গুইসাপটি দেখতে তামাটে লালচে বর্ণের। এই ধরনের গুইসাপ সচরাচর এই এলাকায় দেখা যায় না। এ খবর ছড়িয়ে পড়লে একদল যুবক গুইসাপটিকে বনে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নেন।
আমতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ বলেন, 'গুইসাপ পরিবেশবান্ধব ও মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। একে আমাদের বাঁচিয়ে রাখা দরকার।'

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. আহসানুল রেজা বলেন, গুইসাপ মানুষ এবং পরিবেশবান্ধব প্রাণী। ময়লা, বিষাক্ত পোকামাকড়, ইঁদুর ও বিষাক্ত সাপ খেয়ে এরা বেঁচে থাকে। এতে মানুষ অনেকটা নিরাপদে বসবাস করতে পারে। তবে এটি বর্তমানে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে।

আরও পড়ুন

×