সুন্দরগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

প্রতীকী ছবি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৩ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:১৩
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে ভাতিজার লাঠির আঘাতে নিহত হয়েছেন চাচা মফিজুল হক (৭০)।
রোববার বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
মফিজুল হক ওই গ্রামের বাছুল্লা ব্যাপারীর ছেলে।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করেছে।
জানা যায়, দীর্ঘদিন আব্দুর মজির উদ্দিনের ছেলে ভাতিজা মকবুল মিয়াসহ তার চার ভাইয়ের সঙ্গে চাচা মফিজুল হকের বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ঘটনার দিন মফিজুল হক জমিতে ধানের চারা রোপণ করতে গেলে ভাতিজা বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা মফিজল হকের মৃত্যু হয়।
নিহতের ছেলে খাইরুল ইসলাম জানান, দীর্ঘ ৫০ বছর ধরে আমার বাবা এ জমি ভোগ দখল করে আসছিলেন। হঠাৎ করে মকবুল মিয়া, মতিয়ার রহমান, মিজানুর রহমান ও মঞ্জু মিয়া ওই জমি নিজের বলে দাবি করে। এ নিয়ে গত শনিবার মিটিং হয়েছে। আগামী বুধবার চূড়ান্ত মিটিং হওয়ার কথা রয়েছে। সালিশ সভার সিদ্ধান্ত অনুযায়ী আমার বাবা জমিতে ধানের চারা রোপণ করতে গেলে, আমার জ্যাঠাতো ভাইয়েরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনার পর প্রতিপক্ষ মকবুল মিয়ার পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের মতামত নেওয়া সম্ভব হয়নি।
ইউপি চেয়ারম্যান শামসুল হুদা জানান, জমি নিয়ে গত শনিবার স্থানীয়ভাবে সালিশ সভা হয়েছে। সালিশ সভার সিদ্ধান্ত হয়, যে যে অবস্থানে রয়েছে সে সে অবস্থানে জমি ভোগ দখল করবে। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত সালিশ সভা করা হবে। এর মধ্যে সংঘর্ষে মফিজুল হক নিহত হয়।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ মতিয়ারের স্ত্রী নুরজাহান বেগমকে আটক করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে মফিজুল হক নিহত হয়েছে।
- বিষয় :
- সংঘর্ষ
- নিহত
- লাঠির আঘাত
- হত্যা
- রংপুর
- গাইবান্ধা
- সুন্দরগঞ্জ