পত্নীতলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২০ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২০
নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে।
নিহতরা হলেন- সাপাহার উপজেলা সদরের গোডাউন পাড়ার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮) এবং পিছলডাঙা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৯)। আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ ও রেজুয়ানসহ পাঁচ জন দুটি মোটরসাইকেলে সাপাহার থেকে পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে আসেন। কাজ শেষে তারা সাপাহারে ফেরার পথে নজিপুর-সাপাহার সড়কের বালুঘা মোড় এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় অপর মোটরসাইকেলের চালকও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে ফরহাদ হোসেন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজুয়ান মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
- বিষয় :
- গাছের সঙ্গে ধাক্কা
- মোটরসাইকেল
- নিহত
- যুবক
- নওগাঁ
- রাজশাহী
- পত্নীতলা