ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ভিটির বালুর চাপেই ধসে পড়ল নির্মাণাধীন 'বীর নিবাস'-এর দেয়াল

ভিটির বালুর চাপেই ধসে পড়ল নির্মাণাধীন 'বীর নিবাস'-এর দেয়াল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১১:১৮

বরিশালের বাকেরগঞ্জে ভিটিতে ফেলা বালুর চাপে ধসে পড়ল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন 'বীর নিবাস' ভবনের দেয়াল। এতে এ ভবনের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার বিকেলে বাকেরগঞ্জ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড় এলাকায় নির্মাণাধীন এ ভবনের একটি অংশের দেয়াল ধসে যায়। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী পরিমাণে কম ব্যবহার করায় দেয়াল ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ওই ভবনটি রুহিতারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মনু তালুকদারের স্ত্রীর নামে বরাদ্দ হয়েছে। সেটারই পশ্চিম দিকের দেয়াল মঙ্গলবার ধসে যায়।

বাকেরগঞ্জ উপজেলার সংবাদকর্মী এক কলেজশিক্ষক জানান, তিনি মঙ্গলবার বিকেলে রুহিতারপাড় গিয়ে দেখেন ভবনটির ইটের গাঁথুনি ছাদ পর্যন্ত উঠেছে। পশ্চিম দিকের দেয়াল ধসে পড়েছে। ধসে পড়া ইটের স্তূূপ শ্রমিকরা দ্রুত অপসারণ করেছেন।

বা কেরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান জানান, প্রতিটি ১২ লাখ টাকা ব্যয়ে বাকেরগঞ্জ উপজেলায় মোট ১০টি 'বীর নিবাস' ভবন হবে। তার মধ্যে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের রুহিতারপাড়, ৬ নম্বর ওয়ার্ডের কলসকাঠি এবং কলসকাঠি ইউনিয়নে তিনটির নির্মাণকাজ চলমান। পিআইও বলেন, রুহিতারপাড়ে নির্মাণাধীন ভবনের গাঁথুনির ভেতরের অংশের ভিটিতে ড্রেজার দিয়ে বালু ফেলা হয়। বালুর চাপে এক অংশের দেয়াল পড়ে গেছে। ঠিকাদার দেয়ালটি নতুন করে নির্মাণ করে দেবেন। পিআইও বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে নির্মাণকাজে কোনো গাফিলতি পাননি।

বীর নিবাস নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান দো য়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুসফিকুর রহমান দোলন বলেন, ১০টি ভবন নির্মাণে মোট বরাদ্দ ১ কোটি ৩৪ লাখ টাকা। আগামী জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা। ইতোমধ্যে ৫টির নির্মাণকাজ শুরু করেছেন তারা। একটি ভবনের দেয়াল ধসে পড়া প্রসঙ্গে বলেন, কাজগুলো মাঠপর্যায়ে তদারকি করেন তার এক ছোট ভাই মো. রাজু।

এ বিষয়ে রাজু বলেন, রুহিতারপাড়ে যে মুক্তিযোদ্ধার নামে ভবন করা হচ্ছে তার স্ত্রী ভিটিতে ড্রেজার দিয়ে বালু ফেলেছেন। বালুর চাপে দেয়াল ধ্বসে পড়েছে। পরিমাণ মতো সি মেন্ট ব্যবহার না করায় এমনটা হয়েছে- এ অভিযোগ অস্বীকার করেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার বলেন, তিনি ঘটনা শুনে স্থানীয় প্রকৌশলীর কাছে বিষয়টি জানতে চেয়েছেন। মুক্তিযোদ্ধা প্রতিনিধি দল ঘটনাস্থল রুহিতারপাড় পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই করবেন।

আরও পড়ুন

×