স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা

ইমরোজ হোসেন রনি
রংপুর অফিস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:০৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:০৮
স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জেরে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যা করেছেন ইমরোজ হোসেন রনি নামের এক যুবক। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রনি পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের নিজ তাজ গ্রামের তৈয়ব মিয়ার ছেলে। ফেসবুক লাইভে তার মৃত্যুর জন্য স্ত্রী, শ্বশুর, চাচাশ্বশুর ও ভায়রা এমদাদুল হককে দায়ী করেন রনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে ভালোবেসে পার্শ্ববর্তী পশ্চিম হাগুড়িয়া হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে বিয়ে করেন রনি। এই দম্পতির দুই সন্তান রয়েছে। কিছুদিন ধরে রনির কাছ থেকে দেনমোহরের পাঁচ লাখ টাকা চাচ্ছিলেন সাথী। এ নিয়ে রনিকে কিছু না বলে গত বুধবার পার্শ্ববর্তী গ্রাম রতনপুরে চাচার বাড়িতে চলে যান সাথী।
শনিবার সকালে স্ত্রীকে বাড়ি ফেরানোয় ব্যর্থ হয়ে দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপান করেন রনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে রোববার সকালে তিনি মারা যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, রনির মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার বিষয়টি অবগত নই। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।
- বিষয় :
- স্ত্রীর সঙ্গে ঝগড়া
- ফেসবুক লাইভ
- বিষপান
- আত্মহত্যা