চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার দায়ে মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত কেতাব আলী
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০৩:২৯ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ | ০৪:৪০
চাঁপাইনবাবগঞ্জে সৎভাইকে হত্যার দায়ে কেতাব আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কেতাব আলী জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা-হাউসনগরের বিশারত আলীর ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, দণ্ডপ্রাপ্ত কেতাবুল আলীর সঙ্গে তার সৎভাই জাহাঙ্গীর আলমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল।
২০১৮ সালের ৩ মে রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে মনাকষা চৌধুরিপাড়া মোড় এলাকায় জাহাঙ্গীর আলমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে কেতাবুল আলী।
ওই ঘটনার পরদিন নিহত জাহাঙ্গীরের ছেলে অসীম আলী বাদী হয়ে কেতাবুল আলীকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত কেতাব আলীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের রায় দেন।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- শিবগঞ্জ
- ভাই হত্যা
- মৃত্যুদণ্ড