ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ২

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্যসহ নিহত ২

ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৫

নেত্রকোনার কলমাকান্দায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই আরোহী এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গুরুতর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। 

বুধবার বিকেল অনুমানিক সাড়ে ৪টায় দিকে কলমাকান্দায় লেংঙরার সীমান্তের সাত শহীদের সমাধিস্থল থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— নেত্রকোনা জেলায় পুলিশ ইন সার্ভিসে কর্মরত এএসআই জহিরুল ইসলাম সবুজ (৩৫) ও ওই এলাকার ইনসান (৩০)। গুরুতর আহত ব্যক্তি হচ্ছেন সুমন মাহমুদ (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি মোটরসাইকেলে ৩ আরোহী লেংঙরার সীমান্তের সাত শহীদের সমাধিস্থল থেকে ফেরার পথে ফুলবাড়ি এলাকায় আতিকুল ইসলামের দোকানের সামনে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে চালকসহ তিনজন ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই আরোহী এক পুলিশ সদস্যসহ দুইজনের মৃত্যু হয় ও আহত হন মোটরসাইকেল চালক। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×