ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অভিমানে ঘরছাড়া গৃহিণী সন্তান জন্ম দিলেন নির্জন পথে

অভিমানে ঘরছাড়া গৃহিণী সন্তান জন্ম দিলেন নির্জন পথে

প্রতীকী ছবি

রংপুর অফিস

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:০০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ১০:২৬

স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়ার পর পথে নির্জন একটি শিম বাগানে সন্তান জন্ম দিলেন রংপুরের বদরগঞ্জের পানোবালা রায় (৩৩)। রাস্তায় প্রসব বেদনা উঠলে পাশের ক্ষেত থেকে মানুষজন এসে সন্তান প্রসবে তাকে সাহায্য করেন। 

ঘটনাটি ঘটেছে মোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি বটতলী গ্রামের বাদিয়ারকুড়া এলাকায়। পানোবালা বদরগঞ্জ উপজেলার হিন্দুপাড়া গ্রামের কৃষক হরিশ চন্দ্রের (৩৭) স্ত্রী। 

প্রত্যক্ষদর্শী একজন জানান, শনিবার দামোদরপুর ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামের কৃষক হরিশ চন্দ্র রায়ের সঙ্গে তার সন্তান সম্ভাবা স্ত্রী পানোবালা (৩৩) রায়ের ঝগড়া হয়। এতে অভিমান করে পানোবালা ঘর ছেড়ে বেরিয়ে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে একটি শিম ক্ষেতে আশ্রয় নেন। এ সময় তার প্রসব বেদনা উঠলে চিৎকার শুরু করেন। সেখানে পাশের ক্ষেতে কাজ করা শ্রমিক আব্দুল হাকিম, মোহসিনা বেগমসহ অন্যরা ছুটে গিয়ে দেখেন- ছেলে সন্তান প্রসব করেছেন পানোবালা। পরে ব্লেড দিয়ে ওই নবজাতক সন্তানের নাড়ি কেটে দেন এক নারী। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে পানোবালার স্বামীসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। পানোবালার স্বামী হরিশ স্ত্রী-সন্তানকে বাড়ি ফিরে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী মোহসেনা বলেন, আমি পানোবালার চিৎকার শুনে শিম ক্ষেতে গিয়ে দেখি তিনি ছেলে সন্তান প্রসব করেছেন। পরে সাহস করে ব্লেড দিয়ে নবজাতকের নাড়ি কাটি। খবর পেয়ে পানোবালার স্বামী এসে স্ত্রী ও সন্তানকে নিয়ে যান।

এ বিষয়ে হরিশ চন্দ্র বলেন, জমি থেকে আলু তোলা নিয়ে পানোবালার সঙ্গে ঝগড়া হয়। এরপর আমি কাজে চলে গেলে পানোবালা অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরে লোকমুখে শুনে শিমক্ষেত থেকে স্ত্রী ও নবজাতক ছেলেকে বাড়ি নিয়ে আসি।

তিনি জানান, বর্তমানে স্ত্রী ও সন্তান সুস্থ রয়েছে। সন্তান প্রসবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। 

অভিমানে বাড়ি ছাড়া ঠিক হয়নি জানিয়ে পানোবালা রায় বলেন, পথে নদীর ধারে শিমবাগানে প্রসব বেদনা উঠে। আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাই। 

আরও পড়ুন

×