ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলা উদ্বোধন

উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলা উদ্বোধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ০১:৪৮

‘আট আনায় জীবনের আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে দ্বাদশ গ্রন্থমেলা-২০২২।

সোমবার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করেন।

এ বছরও উপজেলা পরিষদ চত্বরে গ্রন্থমেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। এ বছর মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও মেলায় রয়েছে শিশু কিশোরদের বিনোদনের জন্য নাগোরদৌলা, চড়কিসহ বিভিন্ন রাইড। রয়েছে ভিন্ন ধর্মী নানা খাবারের দোকান। একইসঙ্গে প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।

২০১০ সাল থেকে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে উল্লাপাড়ায় গ্রন্থমেলার আয়োজন করে আসছে উপজেলা প্রশাসন।

প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে শিশু কিশোরদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হবে। 

মেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বর্তমান প্রজন্মকে ভাষা আন্দোলনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করতে এ বছর মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী বিভিন্ন স্মৃতিস্তম্ব, বধ্যভূমি, গণকবরের ছবি ও রনাঙ্গনের কাহিনী নিয়ে কিছু লেখা স্মরণিকায় সন্নিবেশিত হয়েছে।

আরও পড়ুন

×