আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার রোহিঙ্গা - সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৮ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৫৮
চট্টগ্রামের আনোয়ারা থেকে প্রায় আড়াই হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে র্যাব-৭-এর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।
তারা হলো- কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এহসান উল্লাহ (২১) ও হালিমা বেগম (১৯)। তাদের কাছ থেকে দুই হাজার ৩১০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে চলাচল করত এবং ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিল বলে জানা গেছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, কপবাজারের মহেশখালী হয়ে আনোয়ারার দিকে মাদকের একটি বড় চালান আসছে- এমন তথ্য পাওয়ার পর র্যাব সদস্যরা সড়কে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করেন। এ সময় একটি বাস থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দু'জনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- ইয়াবা
- রোহিঙ্গা
- রোহিঙ্গা গ্রেপ্তার
- চট্টগ্রাম
- আনোয়ারা