ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চাকরির প্রলোভনে ধর্ষণ

ভারতে পালাতে চেয়েছিলেন আসামি যুবলীগ নেতা ফুয়াদ

ভারতে পালাতে চেয়েছিলেন আসামি যুবলীগ নেতা ফুয়াদ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৪০ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৭

নোয়াখালীতে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন (৩৮) নাম ঠিকানা পরিবর্তন করে ভারত পালিয়ে যেতে চেয়েছিলেন বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার দুপুরে পিবিআইর নোয়াখালী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এর আগে সোমবার কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, চাটখিল উপজেলার পাল্লা বাজারে চাকরি প্রত্যাশী এক তরুণী ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পিবিআই কুমিল্লা ছাড়াও আশেপাশের ইউনিট গুলো তৎপর হয়। অনুসন্ধানের এক পর্যায়ে প্রযুক্তির ব্যবহার করে এবং গোপন সংবাদে জানা যায়, অভিযুক্ত ফুয়াদ আল মতিন কুমিল্লা হয়ে ভারতে পালিয়ে যাবেন। ওই তথ্য পাওয়ার পর কুমিল্লায় বিভিন্ন আবাসিক হোটেলে খোঁজ নেওয়া শুরু করে পিবিআই।

তিনি আরও বলেন, এক পর্যায়ে পিবিআই জানতে পারে, ফুয়াদ আল মতিন নিজের নাম পরিবর্তন করে মাসুদ রানা এবং পিতার নাম আবদুল মতিন পরিবর্তন করে একরামুল হক উল্লেখ করে রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকার একটি আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। এরপর সোমবার সকালে পিবিআই কুমিল্লার একদল সদস্য হোটেলের পাশে থেকে তাকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিওচিত্র ধারণের কথা স্বীকার করেছে গ্রেপ্তার ফুয়াদ আল মতিন। মঙ্গলবার কুমিল্লার সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এই যুবলীগ নেতা।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক সিরাজুল মোস্তাফা বলেন, আসামি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিতে চাইলে মঙ্গলবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে ৭নং আমলী আদালতের বিচারক তৌহিদুল ইসলাম ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত রোববার সকালে চাকরি প্রত্যাশী এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে চাটখিল উপজেলার পাল্লা বাজারের একটি বিমা কোম্পানির কার্যালয়ে ডেকে নেন ফুয়াদ আল মতিন। সেখানে ওই তরুণীকে নাস্তা ও কোমল পানীয় খেতে দেন এবং তাকে ধর্ষণ ও মারধর করেন পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন

×