ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

ছবি: ফাইল

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৫৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৪৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আকমল হোসেন (২৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আকমল নরসিংদী রায়পুরার প্রয়াত আব্দুল খালেকের ছেলে। ২০২০ সাল থেকে কারাগারে হাজতি হিসেবে ছিলেন তিনি।

কারাগার সূত্রে জানা যায়, সকালে তার বুকে ব্যথা শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

কারাগারের তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবীনগর উপজেলার একটি হত্যা মামলার আসামি হয়ে তিনি হাজতি হিসেবে ছিলেন।

আরও পড়ুন

×