ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খুলনায় নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার

খুলনায় নারীকর্মীকে শ্লীলতাহানির অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:২৯

খুলনা এসেনসিয়াল ল্যাটেপ প্লান্টের এক নারী শ্রমিকের শ্লীলতাহানির অভিযোগে সংস্থার ডিজিএম (প্রশাসন) শফিকুল ইসলাম বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার প্লান্টের এক নারীকর্মী (২৬) শফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নগরীর খানজাহান আলী থানায় মামলা করেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ তৈরির প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান খুলনা এসেনসিয়াল ল্যাটেপ প্লান্ট। এখানে সরকারিভাবে ল্যাটেপ বা কনডম উৎপাদন করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি তিনি উৎপাদন (শ্রমিক) পদে যোগ দেন। এক বছর আগে শফিকুল বগুড়া থেকে প্লান্টে বদলি হয়ে আসেন। এরপর থেকে বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতেন শফিকুল। ১ ফেব্রুয়ারি দুপুরে প্লান্টের ভান্ডার বিভাগের স্টেশনারি শাখায় তাকে একা পেয়ে শ্লীলতাহানি করেন। ওই দিনই বিষয়টি প্লান্টের প্রধান ডিজিএম মো. মনিরুল ইসলামকে লিখিতভাবে জানান ওই নারী। পরে সবার পরামর্শে মামলা করেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, মামলায় একজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর থানার দক্ষিণ চণ্ডীবর্দি গ্রামের বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×