ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছুটির দিনে চট্টগ্রাম বইমেলায় উপচেপড়া ভিড়

ছুটির দিনে চট্টগ্রাম বইমেলায় উপচেপড়া ভিড়

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৪০

ছুটির দিনে পাঠকের পদচারণায় মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের অমর একুশে বইমেলা। প্রতিটি স্টলের সামনে ছিল ক্রেতাদের ভিড়। পাঠকদের বই যোগান দিতে হিমশিম খেতে হয় বিক্রয়কর্মীদের। তরুণ-তরুণীদের পাশাপাশি মেলায় শিশুদের নিয়ে এসেছে মা-বাবারা। শুক্রবার ছিল বইমেলার ষষ্ঠ দিন। এদিন তারুণ্যের উৎসবের আয়োজন করে বইমেলা বাস্তবায়ন কমিটি।

বইমেলায় ছেলেকে নিয়ে আসেন নাসরিন সুলতানা। তিনি বলেন, 'করোনার কারণে ছেলেকে নিয়ে কোথাও বের হতে পারিনি। চট্টগ্রামের বইমেলা আমাদের জন্য উৎসবের মতো। তাই ছেলেকে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে।'

পার্ল পাবলিকেশন্সের বিক্রয় কর্মী সঞ্জয় সুত্রধর সমকালকে বলেন, লোকজন বই যেমন দেখছেন, তেমন কিনছেনও। খুব ভালো বিক্রি হচ্ছে। চট্টগ্রামে সবসময় পাঠকদের ভালো সাড়া পাওয়া যায়। এবারও ব্যতিক্রম হয়নি। ছুটির দিন লোকজনের ভিড়ও ছিল বেশি।

উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরল্ফম্ন করে স্বাধীনতা যুদ্ধ এবং প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। তারুণ্যের চোখে মুখে স্বাধীনতার স্বপ্ন ছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এ প্রজন্মের তরুণরা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেননি। তাই বলে দেশের প্রতি তাদের ভালবাসা কোন অংশে কম নয়। তারাই আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, তাদের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বডুয়া, সাংস্কৃতিক সংগঠক নজরল্ফম্নল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আকতার, সাংবাদিক শুকলাল দাশ, অধ্যাপক শামশুদ্দীন শিশির। স্বাগত বক্তব্য দেন বইমেলা কমিটির আহ্বায়ক ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

আরও পড়ুন

×