অভিমানে বাড়ি ছাড়ার ৩ দিন পর নদীতে মিলল আমিনুরের লাশ

প্রতীকী ছবি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৫৪
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিন দিন পর আমিনুর রহমান (৩০) নামে এক ব্যক্তি লাশ পাওয়া গেছে নদীতে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিনুর ওই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।
নিহতের বড় ভাই শাহিন মিয়া জানান, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে বের হয় যায় তার ভাই আমিনুর। এর পরে আর বাড়ি ফেরেনি। হঠাৎ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ধলেশ্বরী নদীর পাড়ে স্থানীয়রা লাশ দেখতে পায়।
সিংগাইর সার্কেলের (এএসপি) মোহা. রেজাউল হক জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যর কারণ জানা যাবে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- সিংগাইর
- লাশ
- লাশ উদ্ধার