ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বান্দরবানে একই পরিবারের পাঁচজন খুন, গ্রেফতার ২২

বান্দরবানে একই পরিবারের পাঁচজন খুন, গ্রেফতার ২২

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:০৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:০৪

বান্দরবানের রুমা উপজেলা গ্যালেংগা ইউনিয়নে একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্যালেংগা ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রুমা গ্যালেংগা ইউনিয়নের আবু ম্রোপাড়া থেকে শুক্রবার রাতে ২২ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের শনিবার দুপুরে রুমা থানা থেকে আদালতের উদ্দেশে প্রেরণ করেছে।

জানা গেছে, আবু ম্রোপাড়া কার্বারী (পাড়াপ্রধান) ও তার ছেলেদের সঙ্গে পাড়াবাসীদের গত বছর ডিসেম্বর থেকে জুমের (পাহাড়ে বিশেষ কায়দায় চাষ) জায়গা নিয়ে বিরোধ চলছিল। জুমের জায়গা পাড়াপ্রধানের ছেলেরা নিজেদের ইচ্ছেমতো করে বণ্টন করছিল। জায়গা বণ্টনের ব্যাপারে পাড়াবাসীদের কোনো মতামতা প্রাধান্য দেওয়া হচ্ছিল না। এই ব্যাপারে পাড়ার লোকজনের সঙ্গে কয়েকবার পাড়াকার্বারীর বাসায় বৈঠকও হয়েছিল। জায়গা বণ্টনের বিষয়ে কোনো সমাধানে আসেনি পাড়াপ্রধানের ছেলেরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পাড়াবাসী জানান, সামাজিক বৈঠকে পাড়াপ্রধানের ছেলেরা বৈদ্য দিয়ে জাদু-টোনা করে পাড়াবাসীদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কাকতালীয়ভাবে গত জানুয়ারি মাসের শেষের দিকে পাড়ার দুইজন লোক মারা যায়। পাড়ার লোক মারা যাওয়াতে পাড়াবাসীদের মনে সন্দেহের বীজ বপন হয়। চলতি মাসে জাদু-টোনা বিষয়টি নিয়ে পাড়াবাসীর সঙ্গে পাড়াপ্রধানসহ তার ছেলেদের সঙ্গে কয়েকবার সামাজিক বৈঠক হয়। ওই বৈঠকেও কোনো সমাধান হয়নি। পরে পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে পাড়াপ্রধানসহ তার তিন ছেলে ও এক স্বজনকে কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানিয়েছে, ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০-২২ জনের নামে শুক্রবার রাতে রুমা থানায় মামলা দায়ের হয়। নিহত লেংরুং ম্রোর স্ত্রী বাদী হয়ে রুমা থানায় মামলা করেন। শনিবার গ্রেফতারদের জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

রুমা থানার ওসি আবুল কাসেম বলেন, ঘটনাস্থল থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পাঁচজনকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাঁচজনকে হত্যার পর ঘটনাস্থল থেকে কেউ পালিয়ে যায়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার আবু ম্রোপাড়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করে পাড়াবাসীরা।

আরও পড়ুন

×