ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাবির আরেক শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

রাবির আরেক শিক্ষকের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১১:০১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ১১:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ইসতিয়াক হোসাইনের ফেসবুকে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেশ না কাটতেই এবার একই বিভাগের শিক্ষক অধ্যাপক ইয়ামিন হোসেনের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। অনলাইন ক্লাসে সাজেশনের নামে চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সোমবার ইসতিয়াক হোসাইন বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, বিভাগের মাস্টার্সের এফএমএমও-৬৪৫ কোর্সের একটি নমুনা প্রশ্নপত্র গত বছরের ১৮ ডিসেম্বর অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করেন অধ্যাপক ইয়ামিন হোসেন। যেটি গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিল রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইয়ামিন হোসেন বলেন, ‘ক্লাসে শেয়ার করা প্রশ্নটি ২০১৮ সালের। শিক্ষার্থীদের নমুনা প্রশ্ন হিসেবে সেটি দেওয়া হয়েছিল।’

এসময় উল্টো ডিন ইসতিয়াক হোসাইনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘তিনি কিছুদিন আগে ফেসবুকে প্রশ্ন পোস্ট করেছেন। সেটি থেকে বাঁচতে আমার বিরুদ্ধে লেগেছেন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, অভিযোগটি সম্পর্কে উপাচার্যকে অবহিত করব। এরপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×