যাত্রা শুরু করলো চিলমারী কমিউটার
-01--3-2022-samakal-621dfc66a699a.jpg)
চিলমারী কমিউটার ট্রেন। ছবি- সমকাল
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৪:৫৮ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৪:৫৮
দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর কুড়িগ্রামের রমনা বাজার-রংপুর-কাউনিয়া রেলপথে চিলমারী কমিউটার ট্রেনের চলাচল ফের শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে রমনা বাজার স্টেশনে ফিতা কেটে পতাকা উড়িয়ে চিলমারী কমিউটার ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
চিলমারী কমিউটার নামের এই মেইল ট্রেনটি রমনা বাজার স্টেশন থেকে ছেড়ে কাউনিয়া হয়ে রংপুর পর্যন্ত যাবে। আবার লালমনিরহাট থেকে ছেড়ে ওই ট্রেনটি কাউনিয়া হয়ে রমনা বাজার আসবে বলে জানা গেছে।
করোনাভাইরাস সংক্রমণ, ড্রাইভার ও ইঞ্জিন স্বল্পতা এবং স্টেশন মাস্টার না থাকার অজুহাতে দীর্ঘ প্রায় দুই বছর এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। ২০২০ সালের ৮ মার্চ রমনা বাজার-রংপুর-কাউনিয়া রুটে সর্বশেষ ট্রেন চলাচল করে। এবার চিলমারী মেইল নামে এই মেইল ট্রেনটি চালু হওয়ায় চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের সমাপ্তি হলো।
চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ছবি- সমকাল
চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, অতিরিক্ত সচিব (অব.) বদরুল আলম বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব, বিভাগীয় যন্ত্র প্রকৌশল (লোকো) শাহিনুর আলম অপু।