সাভারে রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে মামলা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় - সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৯:৫৯ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ১০:৫৪
ঢাকার সাভারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা ও অনুমতি ছাড়া মহাসড়কে মিছিলের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল কবির সৈকত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সাইদুল ইবনে হাসিব সোহেল, আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হোসেন ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা জালাল ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সূত্রে জানা যায়, বুধবার বিএনপির নেতাকর্মীরা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হন। পূর্ব অনুমতি না থাকায় তাদের বাধা দেয় পুলিশ। এসময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পুলিশের উপর হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫২ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন এসআই নুরুল কবির সৈকত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলা ও অনুমতি ব্যতীত মহাসড়কে মিছিলের অভিযোগে করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে সাভারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, নাজিম উদ্দীন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।