ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

পাওনা টাকা চাওয়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ২৩:২৪ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ২৩:২৪

নোয়াখালীর সুবর্ণচরে মাত্র ৬ হাজার টাকার জন্য এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় তফজল নামের এক ব্যক্তির  বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

নিহত যু্বকের নাম মো. রাশেদ (২০)। নিহত যুবক উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মো.সাহাব উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। তফজল ও নিহত রাশেদ সম্পর্কে শ্যালক-দুলাভাই।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত তফজল একই এলাকার এনামুল হকের ছেলে।

নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি অভিযোগ করে বলেন, তফজল রাশেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে। তফজল রাশেদের  কাছে ৬ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাশেদ ও তফজল বাকবিতন্ডায় জড়ায়।

এর জের ধরে গত ২ মার্চ বিকেলে রাশেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে তফজল। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে  ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বাড়িতে রাশেদকে আটক করে পুনরায় তফজল, হাসেম মাঝি ও তার স্ত্রী মিলে বেধড়ক মারধর করে। এতে গুরুত্বর আহত হন রাশেদ। একপর্যায়ে হামলাকারীদের হাত থেকে ছাড়া পেলেও মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যান তিনি।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি জিয়া উল হক বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তীতে নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

×