ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ায় নির্বাচন ৩ মে, জনপ্রিয়তায় বাম-ডানপন্থিরা সমানে সমান

অস্ট্রেলিয়ায় নির্বাচন ৩ মে, জনপ্রিয়তায় বাম-ডানপন্থিরা সমানে সমান

মধ্য-বামপন্থি লেবার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫ | ১০:৪৬ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ | ১১:১৩

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি নির্বাচনের প্রচারণায় ব্যাপক প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত উদ্যোগ, পরমাণু শক্তি ও আবাসন খাতের ইস্যু এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। খবর- বিবিসি

সামান্য ব্যবধানে এগিয়ে থাকা মধ্য-বামপন্থি লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন সরকারের তিন বছরের মেয়াদ প্রায় শেষের দিকে। ১৭ মে’র মধ্যে এ সরকারকে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। জরিপে দেশের প্রধান দুই দলের মধ্যে প্রায় সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। পরবর্তী সরকার গঠনের জন্য স্বতন্ত্র এমপিদের সঙ্গে অথবা ছোট দলগুলোর সঙ্গেও জোটের সম্ভাবনা রয়েছে। ডানপন্থি লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটন ও বর্তমান প্রধানমন্ত্রী আলবানিজ প্রায় একই ধরনের জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। 

লেবার পার্টি ২০২২ সালের মে মাসে ক্ষমতা গ্রহণ করে। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারানো রক্ষণশীল সরকারকে ক্ষমতাচ্যুত করে তারা। শুরুতে আলবানিজের সরকারকে ঘিরে আশা-প্রত্যাশা ও উৎসাহ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে তার দল। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে আলবানিজ জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তার প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ইতোমধ্যেই আরও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, ছাত্র ঋণ কমানো এবং ছোট কর কর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনকে নির্বাচিত করা দেশের জন্য এক ধাপ পিছিয়ে যাওয়ার সামিল হবে বলে তিনি যুক্তি দেখান। ২০২২ সালের শেষ নির্বাচনে পরাজিত আগের জোট সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘১০ বছরের জঞ্জাল পরিষ্কার করতে আরও বেশি সময় লাগবে।’

৬২ বছর বয়সী সরকার প্রধান আলবানিজ চলতি সপ্তাহের শুরুতে তাদের বার্ষিক বাজেট প্রকাশ করেছেন। এতে আশ্চর্যজনকভাবে কর কমনো ও বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে, যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়। অপরদিকে বিরোধী দলের রক্ষণশীল নেতা পিটার ডাটন আলবানিজের সমালোচনা করে তার সরকারকে ‘দুর্বল’ নেতৃত্ব বলে আখ্যায়িত করেছেন এবং সরকারি অনুদানের মাধ্যমে মুদ্রাস্ফীতি উসকে দেওয়ার অভিযোগ করেন।

২০২২ সালের মে মাসে আলবেনিজদের সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৮ শতাংশ থেকে  ২ দশমিক ৪ শতাংশে নেমে আসে। তবুও অনেক পরিবার এখনো খাদ্য, জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছে। বার্ষিক ডেমোগ্রাফিয়া ক্রয়ক্ষমতা সূচক অনুসারে, সিডনি ও মেলবোর্নের প্রধান শহরগুলো এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বিশ্বের শীর্ষ ১০ আবাসন বাজারের মধ্যে স্থান পেয়েছে।

আরও পড়ুন

×