অস্ট্রেলিয়ায় নির্বাচন
দ্বিতীয়বারের মতো জয়ী হচ্ছেন আলবানিজ

অ্যান্থনি আলবানিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৫ | ১৮:২৬ | আপডেট: ০৩ মে ২০২৫ | ১৯:০০
অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে এগিয়ে রয়েছেন মধ্যবামপন্থি লেবার নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে তার সংখ্যাগরিষ্ঠতা কতটুকু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
এদিকে নিজের পরাজয় মেনে নিয়েছেন কনজারভেটিভ লিবারেল ন্যাশনাল কোয়ালিশনের নেতা পিটার ডাটন। তিনি বলেছেন, ‘আমাদের লিবারেল পরিবার সারাদেশে খুব কষ্টে আছে। এর মধ্যে আমার নির্বাচনী এলাকা ডিকসনও রয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের এই পরাজয়ই নির্ধারণ করবে না- আমারা কে? এটি আমাদের আসল পরিচয় নয়।’ খবর বিবিসি, আল-জাজিরা ও রয়টার্সের
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ভোটার এক কোটি ৮০ লাখ। এর মধ্যে রেকর্ড ৮০ লাখ ভোটার আগেই ভোট দিয়েছেন। প্রতিনিধি পরিষদের ১৫০টি আসনের সবকটিতে এবং সিনেটের ৭৬টির মধ্যে ৪০টি আসনে আজ ভোট হয়। কোনো দলকে সরকার গঠনে প্রতিনিধি পরিষদে অন্তত ৭৬টি আসন পেতে হবে।
নির্বাচনে বড় দুই দলেরই প্রচারণার কেন্দ্রে ছিল জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া-সংক্রান্ত চাপের বিষয়টি। তবে জনমত জরিপে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি দ্রুত অস্ট্রেলিয়ার ভোটারদের কাছে নির্বাচনী প্রচারণার ইস্যু হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র অস্ট্রেলিয়া। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যঘাটতি রয়েছে। এরপরও অস্ট্রেলিয়াকে ট্রাম্পের শুল্কনীতি থেকে রেহাই দেওয়া হয়নি। অস্ট্রেলীয় পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার 'দ্য অস্ট্রেলিয়ান'-এ প্রকাশিত জনমত জরিপ অনুযায়ী, লেবার পার্টি ৫২ দশমিক ৫ শতাংশ ও লিবারেল ন্যাশনাল জোট ৪৭ দশমিক ৫ শতাংশ ভোট পাবে। কয়েকটি জনমত জরিপে ইঙ্গিত দেওয়া হয়, লেবার পার্টিকে সংখ্যালঘু সরকার গঠন করতে হতে পারে। জনমত বিশ্লেষক প্রতিষ্ঠান রয় মর্গান বলেছে, ২০০৭ সালের পর অষ্ট্রেলিয়ায় স্বতন্ত্র ও ছোট দলের ভোট দ্বিগুণ হয়েছে এবং প্রতিটি নির্বাচনে তা বাড়ছে।
২০২২ সালের নির্বাচনে প্রাথমিক ভোটের ভাগ প্রায় সমান ছিল। লেবার পেয়েছিল ৩২ দশমিক ৬ শতাংশ, লিবারেল-ন্যাশনাল জোট ৩৫ দশমিক ৭ শতাংশ এবং অন্যরা ৩১ দশমিক ৭ শতাংশ।
- বিষয় :
- অস্ট্রেলিয়া