পোপের শেষকৃত্যানুষ্ঠানের কিছু ছবি

শেষকৃত্য অনুষ্ঠানে এক তরুণী প্রয়াত পোপ ফ্রান্সিসের একটি ছবি ধরে আছেন (ছবি-এএফপি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৬:০১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ১৬:১১
পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতারা ইতোমধ্যেই সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে এই রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়। এ শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ভ্যাটিকানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে আছেন প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এখানে শেষকৃত্যানুষ্ঠানে কিছু ছবি তুলে ধরা হলো
- বিষয় :
- পোপ ফ্রান্সিস
- শেষকৃত্য