ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ধান চাষে কৃষকদের সহায়তায় ব্রির ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু

ধান চাষে কৃষকদের সহায়তায় ব্রির ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ১৯:৪৯

ধান চাষে কৃষকদের সমস্যার তাৎক্ষণিক সমাধানে ‘হেল্পলাইন’ চালু করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। দেশের যেকোনো প্রান্তের কৃষক এখন থেকে ০৯৬৪৪৩০০৩০০ নম্বরে ফোন করে সার, আগাছা, পোকামাকড়, রোগবালাই ও সেচ-সংক্রান্ত যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন।

বুধবার গাজীপুরে ব্রির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এই হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আবহাওয়ার পূর্বাভাসভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির গবেষণা পরিচালক ও এগ্রোমেট ল্যাবের প্রধান ড. মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি এগ্রোমেট ল্যাবের কো-অর্ডিনেটর ড. এ বি এম জাহিদ হোসেন।

মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, আবহাওয়ার বৈরি আচরণের কারণে প্রতি বছর ধান চাষে উৎপাদন ঝুঁকিতে পড়ছে। আগাম প্রতিক্রিয়া নেওয়ার জন্য এই হেল্পলাইন কৃষকদের তাৎক্ষণিক সহায়তা দেবে।

ব্রির গবেষণা অগ্রগতির কথা তুলে ধরে তিনি বলেন, ব্রি এখন পর্যন্ত ১২১টি ধানের জাত উদ্ভাবন করেছে, যার মধ্যে ৮টি হাইব্রিড। স্বাধীনতার পর বিআর-৩ জাতের মাধ্যমে দেশে ধান উৎপাদনে সত্যিকারের বিপ্লব ঘটেছিল। পরবর্তীতে ব্রি ২৮ ও ২৯ জাত কৃষকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়।

তিনি আরও জানান, ব্রির মোট ৩৭টি জাত আছে যা প্রতিকূল পরিবেশেও ভালো ফলন দেয়। সর্বশেষ উদ্ভাবিত ৬টি জাতের মধ্যে ৫টি বৈরি পরিবেশ উপযোগী, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ।

ব্রির কর্মকর্তারা মনে করছেন, কৃষকদের তথ্যভিত্তিক সহায়তা ও আবহাওয়াভিত্তিক পরামর্শের পরিধি বাড়ালে দেশে ধান উৎপাদনে আরও স্থিতিশীলতা এবং স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করা সম্ভব হবে।
 

আরও পড়ুন

×