গ্রুপের কোম্পানি খেলাপি হলে অন্য কোম্পানির ঋণে অনুমোদন লাগবে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০৪:৪৬ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১২:৪৩
গ্রুপভুক্ত কোনো একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও গ্রুপের অন্য প্রতিষ্ঠানকে ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে। তবে এ ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধরায় কোনো খেলাপি ঋণগ্রহীতার অনুকূলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ঋণ সুবিধা দিতে পারবে না বলে উল্লেখ রয়েছে। তবে একই আইনের ৫ (গগ) ধারার বিধান অনুসারে স্বার্থসংশ্লিষ্ট গ্রুপভুক্ত কোনো খেলাপি ব্যক্তি বা ক্ষেত্রমতে প্রতিষ্ঠান বা কোম্পানি যদি ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা না হয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যদি প্রতীয়মান হয় যে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে যুক্তিসংগত কারণ রয়েছে, তাহলে প্রতিষ্ঠান খেলাপি হওয়ার কারণে ওই গ্রুপভুক্ত অন্য কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি খেলাপি বলে গণ্য হবে না।
এই পরিপ্রেক্ষিতে গ্রুপভুক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা না হলে সে ক্ষেত্রে ঋণ দেওয়ার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে তপশিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রুপভুক্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানিকে চূড়ান্তভাবে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে তালিকাভুক্ত করার পর ওই তালিকাভুক্তির বিরুদ্ধে সংক্ষুব্ধ আপিল করলে, তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঋণ অনুমোদনের আবেদন বাংলাদেশ ব্যাংকে পাঠানো যাবে না।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক
- নির্দেশনা
- ঋণ অনুমোদন