ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হৃদরোগে আক্রান্ত ছোট্ট মুবাসসিরা বাঁচতে চায়

হৃদরোগে আক্রান্ত ছোট্ট মুবাসসিরা বাঁচতে চায়

হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট মুবাসসিরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ২৩:২৩

বিরল প্রকৃতির জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে গত এক মাসের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তিন মাস বয়সী শিশু কাজী মুবাসসিরা। সে চট্টগ্রামের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সোহরাব উদ্দিন ও গৃহিনী ফওজিয়া তামান্নার মেয়ে। বর্তমানে সে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। তার চিকিৎসার জন্য অন্তত সাড়ে চার লাখ টাকা প্রয়োজন। 

মুবাসসিরার চিকিৎসকরা জানান, বিরল প্রকৃতির জন্মগত হৃদরোগে আক্রান্ত মুবাসসিরা। তার ডানদিকের একটি ভাল্ব জন্মগতভাবে অনুপস্থিত। বাড়তি একটি ছিদ্র হৃদপিণ্ডের নিচের দিকে রয়েছে। দুই ধাপের অপারেশন কমবয়সেই করতে হবে।

শিশুর বাবা সোহরাব উদ্দিন জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনিই পরিবারের একমাত্র আয়কারী ব্যক্তি। তার পরিবার আগে স্বচ্ছল থাকলেও এখন আর্থিক সমস্যায় ভুগছে। 

তিনি আরও জানান, মুবাসসিরাকে বাঁচিয়ে রাখতে ইতোমধ্যে তার ৪ লাখের বেশি টাকা খরচ হয়ে গেছে। ঢাকায় হার্ট ফাউন্ডেশনে তার চিকিৎসা চলছিল। মাঝখানে তাকে বাড়ি আনি। কিন্তু অবস্থা খারাপ হলে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এ সময় তিনি মুবাসসিরাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ/নগদ– ০১৭৪৪–১৩৯৫৫৩। ব্যাংক অ্যাকাউন্ট– সোহরাব উদ্দিন, ইউসিবি ব্যাংক, অ্যাকাউন্ট নম্বর– ০০৪৩২০১০০০০৬৭৫৬৪, রাউটিং নম্বর– ২৪৫১৫০১৩১, আগ্রাবাদ শাখা।

আরও পড়ুন

×