আইএলওর প্রতিবেদন
বৈশ্বিক বেকারত্বের হার চলতি বছর কিছুটা কমবে

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ০১:৩১
চলতি বছর বৈশ্বিক বেকারত্বের হার কিছুটা কমে আসবে বলে আশা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও। সংস্থাটি মনে করছে, বছর শেষে বেকারত্বের হার ৪ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। গত বছর যা ছিল ৫ শতাংশ।
আইএলওর ‘বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক রূপরেখা: মে ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান বৈষম্য কমে আসার মতো যথেষ্ট গতি থাকবে না কর্মসংস্থানের ক্ষেত্রে। বেকারত্বের কারণে সৃষ্ট বৈষম্য উদ্বেগের বিষয় হিসেবেই থেকে যাবে। গতকাল বুধবার আইএলওর সদরদপ্তর জেনেভা থেকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বেকারত্বের হার নিয়ে আইএলওর এই পূর্বাভাস সংস্থার আগের চেয়ে কম। আগের প্রতিবেদনে এ বছর বেকারত্বের হার ৫ দশিমক ২ শতাংশে ঠেকতে পারে বলে অনুমান করা হয়েছিল। বেকারত্বের নিম্নগামী প্রবণতা আগামী বছরও অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে।
প্রতিবেদনে কর্মসংস্থানের সুযোগ ক্রমে কমে আসার বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী এ বছর বেকারের সংখ্যা দাঁড়াবে ১৮ কোটি ৩০ লাখ। এ ছাড়া চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা বেকারের সংখ্যা আমলে নিলে মোট বেকারের সংখ্যা দাঁড়াবে ৪০ কোটি ২০ লাখ।
শ্রমবাজারে বৈষম্য প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, শ্রমবাজারে উল্লেখযোগ্য বৈষম্য এখনও বড় উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে নারীর কর্মসংস্থানের সুযোগের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে।
- বিষয় :
- আইএলও