ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্থপতি মর্জিনা আক্তার বললেন

নির্মাণকাজে সিমেন্ট ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন 

নির্মাণকাজে সিমেন্ট ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন 

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১৩:৫৯

‘সাধারণ সিমেন্ট দিয়ে ছাদ ঢালাই শেষ করতে সময় লাগে অন্তত ২১ দিন। আর র‍্যাপিড হার্ডেনিং ঢালাই স্পেশাল সিমেন্ট দিয়ে একই কাজে সময় লাগে ১৪ থেকে ১৫ দিন। ফলে র‍্যাপিড সিমেন্টে নির্মাণ ব্যয় ও সময় দুটিই কমে। নির্মাণে সিমেন্ট ব্যবহারে তাই সবার সতর্ক হওয়া প্রয়োজন।’

সমকালের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ড্রিম হোম আর্কিটেকচার অ্যান্ড বিল্ডার্সের প্রতিষ্ঠাতা ও স্থপতি মর্জিনা আক্তার মনি।

অভিজ্ঞতা তুলে ধরে মর্জিনা আক্তার বলেন, ‘র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টে ভবনের কাঠামো ও ফিনিশিং দুটিই অনেক ভালো হয়। আরেকটি সুবিধা হলো কাজের সময় হঠাৎ বৃষ্টি এলেও কোনো সমস্যা হয় না। কারণ এই সিমেন্ট খুব দ্রুত শক্ত হয়ে যায় বা জমাট বাঁধে।’

স্থপতি মর্জিনা আক্তার বলেন, ‘যেহেতু র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট দ্রুত শক্ত হয়, তাই এতে নির্মাণ ব্যয় অনেক কমে আসে। সাধারণ সিমেন্ট দিয়ে ৫টি ছাদ ঢালাইয়ে সাড়ে তিন মাস লাগে, র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টে সেই কাজ করা যায় আড়াই মাসে।’

নিজের কাজের নিদর্শন রাখতে চান স্থপতি মর্জিনা আক্তার, একটি দৃষ্টিনন্দন নগরী গড়ে তোলার স্বপ্ন দেখেন। তবে দেশে নির্মাণশিল্পে নারীরা কম আসছেন বলে মনে করেন তিনি। মর্জিনা আক্তার বলেন, ‘নরসিংদী পৌরসভা বা কোথাও স্থপতি হিসেবে যখন যাই, তখন অনেকে অবাক হন। কারণ সচরাচর তারা নারীকে স্থপতি হিসেবে দেখেন না।’ নরসিংদী, নারায়ণগঞ্জ, ভৈরব, কুলিয়ারচরসহ আশপাশে আর কোনো নারী স্থপতি নেই বলে জানান তিনি।

ড্রিম হোম আর্কিটেকচার অ্যান্ড বিল্ডার্স তাঁর নেতৃত্বে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্থপতি মর্জিনা আক্তার বলেন, ‘কাজের মধ্যে বেঁচে থাকতে চাই। এক দিন থাকব না নিশ্চিত; কিন্তু আমার কাজ থাকবে, যার মাধ্যমে মানুষ আমাকে মনে রাখবে।’

আরও পড়ুন

×