বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: ভারতীয় হাইকমিশনার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২২ | ০৪:৫১ | আপডেট: ০৭ মার্চ ২০২২ | ০৫:০৩
বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীরতম পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া আইসিইউ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সাথে ভারতের এই সম্পর্ক সবসময় থাকবে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক বিদ্যমান থাকেবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজকে সম্পাদন করেছেন। মানবিক সকল কাজে বাংলাদেশের পাশে থাকবে ভারত সরকার।
তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে সামাজিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগির আলমের সভাপতিত্বে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বাস্থ্য প্রকৌশল বিভাগ আব্দুল হামিদ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোহাম্মদ আকরাম উল্লাহ, উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মণ প্রমুখ।
এর আগে উজানচর গোপাল জিউর মন্দির ও পরে রুপসদী খানেপারা রাধা-গোবিন্দ মন্দির পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দশটি কম্পিউটার প্রদানের ঘোষনা দেন তিনি।