ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

আঙ্কটাডের উচ্চ পর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন

আঙ্কটাডের উচ্চ পর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ফাহমিদা খাতুন

ড. ফাহমিদা খাতুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৪:৪৭ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৪:৪৮

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। সোমবার সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ উপদেষ্টা পরিষদ আঙ্কটাডকে উৎপাদন সক্ষমতা বিষয়ে গবেষণা এবং নীতি সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। এসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন। শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চ পর্যায়ের এ পরিষদ কাজ করবে।

আঙ্কটাড প্রণীত পিসিআই একটি বস্তুনিষ্ঠ কৌশল যা সদস্য রাষ্ট্রগুলোকে নিজ নিজ অগ্রগতি ও অর্জন পর্যবেক্ষণে সহায়তা করবে। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনের সূচকে নিজেদের অগ্রগতিরও একটি মূল্যায়ন করতে পারবে। এতে করে তাদের বিদ্যমান উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সময়ের সঙ্গে নতুন সক্ষমতা তৈরি হবে।

আরও পড়ুন

×