ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করতে হবে’

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করতে হবে’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী/ পুরোনো ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০৭:৪৮ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ০৭:৪৮

প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক করে স্মার্ট গ্রিডে যেতে হবে। এতে বিদ্যুৎ অপচয় রোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে। 

আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বিশেষ প্রকাশনা ‘অপরাজেয়’র মোড়ক উন্মোচনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ডিপিডিসির সম্মেলনকক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান সত্যজিত কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

অনুষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আন্ডারগ্রাউন্ড ক্যাবল (নর্থ-১) এবং এনওসিএস রমনা দপ্তরকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া গ্রাহকসেবার বিষয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।

আরও পড়ুন

×