ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাসান আরিফের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

হাসান আরিফের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ০৩:৪৪ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ০৩:৪৪

বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুক্রবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী জানান, হাসান আরিফের মৃত্যুতে দেশ আবৃত্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। ৯০ -এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ছিলেন।

উল্লেখ্য, হাসান আরিফ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


আরও পড়ুন

×