হাসান আরিফের মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের শ্রদ্ধা নিবেদন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২ | ১১:০০ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ১১:০০
বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শনিবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রগতিশীল চিন্তা লালনকারী এই আবৃত্তিশিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, হাসান আরিফের মৃত্যুতে দেশ আবৃত্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সৃজনশীল চিন্তার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবৃত্তিচর্চা, আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য হাসান আরিফ স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য ড. মশিউর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
- বিষয় :
- হাসান আরিফ
- ড. মো. মশিউর রহমান