ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সোহেল হত্যা মামলার জব্দ আলামত উপস্থাপনের নির্দেশ

সোহেল হত্যা মামলার জব্দ আলামত উপস্থাপনের নির্দেশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২ | ০৭:৫০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২২ | ০৭:৫০

জনপ্রিয় অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার জব্দ হওয়া আলামত আগামী ১৭ এপ্রিলের মধ্যে উপস্থাপন করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে কেস ডায়েরি দাখিল করতে বলা হয়। ঢাকা ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন বুধবার এ আদেশ দেন।

এদিন এ মামলার আসামি তারিক সাঈদ মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অপর ৬ আসামি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ও ট্রামস ক্লাবের স্বত্বাধিকার আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সানজিদুল ইসলাম ইমন, আশীষ রায় চৌধুরী, ব্যবসায়ী সেলিম খান ও হারুনুর রশিদ ওরফে লেদার লিটন পলাতক। মঙ্গলবার রাতে আশীষ রায় চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করে র‌্যাব।

রাজধানীর বনানী ১৭ নম্বর রোডে আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবে ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে অভিনেতা সোহেল চৌধুরী নিহত হন। ওই ঘটনায় সোহেলের ভাই গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের বছরের ৩০ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা আজিজ মোহাম্মদ ভাই, বান্টিসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়।

২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর একজন আসামির আবেদনের প্রেক্ষিতে ২০০৩ সালে হাইকোর্ট মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করেন। দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আদালতের নিষেধাজ্ঞা দূর হয়।

আরও পড়ুন

×