গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্পে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ১০:৫৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ১০:৫৮
রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের বিদ্যমান আইন (২০১৭ সালে প্রণীত আইন) অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেয়া হবে না-মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার এ তথ্য জানান।
ভুক্তভোগী মো. লেহাজউদ্দিনসহ ৮৩ জনের পক্ষে করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান এবং এবং বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।