ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্পে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

গুলশান-বনানী-বারিধারা লেক প্রকল্পে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ১০:৫৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ১০:৫৮

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের বিদ্যমান আইন (২০১৭ সালে প্রণীত আইন) অনুযায়ী ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেয়া হবে না-মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ তারিকুল ইসলাম সোমবার এ তথ্য জানান।

ভুক্তভোগী মো. লেহাজউদ্দিনসহ ৮৩ জনের পক্ষে করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান এবং এবং বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ. শাখা), ঢাকা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন

×